আচরণবিধি লঙ্ঘন করছে সরকারি দলের নেতারা : তৈমূর

Friday, January 14th, 2022

ঢাকা: সরকারদলীয় নেতাদের বিরুদ্ধে সার্কিট হাউস, ডাক বাংলো নির্বাচনের কাজে ব্যবহারের অভিযোগ করেছেন তৈমূর। তিনি বলেন, ‘বিভিন্ন জেলার সরকারদলীয় নেতারা সেখানে অবস্থান করছেন। আইন অনুসারে সরকারি কোনো গাড়ি ও ডাক বাংলো ব্যবহার করার নিয়ম নেই। এটা আচরণবিধি লঙ্ঘন।’

আচরণবিধি লঙ্ঘন করে সরকারি দলের নেতারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

নির্বাচনি প্রচারের শেষ দিন শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সরকারদলীয় নেতাদের বিরুদ্ধে সার্কিট হাউস, ডাক বাংলো নির্বাচনের কাজে ব্যবহারের অভিযোগ করে তৈমূর বলেন, ‘বিভিন্ন জেলার সরকারদলীয় নেতারা সেখানে অবস্থান করছেন। আইন অনুসারে সরকারি কোনো গাড়ি ও ডাক বাংলো ব্যবহার করার নিয়ম নেই। এটা আচরণবিধি লঙ্ঘন।

‘নির্বাচন কমিশনকে আমরা অত্যন্ত আস্থার সাথে অনেকগুলো অভিযোগ করেছিলাম। সে অভিযোগের কোনো ব্যবস্থা নেয়া হয়নি; বরং সে সকল ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।’

বিএনপি থেকে বহিষ্কৃত হাতি মার্কার এ প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক

নারায়ণগঞ্জের নাগরিক (বাসিন্দা) না হয়েও তিনি তার দলীয় সঙ্গীদের নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলাপ করেছেন। তিনি নির্বাচনের আগে কোনোভাবেই প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না।

‘এটা আইনগনভাবে অন্যায় এবং তিনি জনমনে ধোঁয়াশা সৃষ্টি করছেন। একজন উচ্চ পর্যায়ের সম্মানিত নেতার কাছ থেকে যা আমরা আশা করি না।