
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এঘটনায় প্রায় চার শতাধিক ব্যক্তি দগ্ধ ও আহত হয়েছেন।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের যে ভয়াবহতা তা সামাল দিতে ফেনী, লক্ষ্মীপুর এমনকি কুমিল্লা ফায়ার সার্ভিসের কাছে সাহায্য চাওয়া হয়েছে।
আগুনে দগ্ধ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এ সময় এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত ১০ জন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন পুলিশ ও ৫৩ ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ফায়ার সার্ভিসের ৪ জন কর্মী আহত হয়েছেন যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল।
চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস উপস্থিত সকল চিকিৎসককে রাতের মধ্যেই আহতদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার অনুরোধ করে সিভিল সার্জন জানিয়েছেন এই মুহুর্তে আহতদের বাঁচাতে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে সবচেয়ে বেশি প্রয়োজন এ পজেটিভ, এ নেগেটিভ, এবি পজেটিভ ও এবি নেগেটিভ গ্রুপের রক্তের।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে আহত হন।