চাকরি করুন স্কয়ার গ্রুপে

Saturday, January 1st, 2022

ঢাকা : স্কয়ার গ্রুপের অধীন স্কয়ার টেক্সটাইল ভিডিশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাণিজ্যিক শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি স্মার্ট, এনার্জেটিক কর্মী খুঁজছে। যাদের অন্যতম কাজ হবে প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি করা। কেননা স্কয়ার টেক্সটাইল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির জন্য ফেব্রিকস পণ্য তৈরি করে।

পদের নাম : এক্সিকিউটিভ (কমার্শিয়াল)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমকম/এমবিএ পাস হতে হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করলে অগ্রাধিকার দেওয়া হবে।

অনভিজ্ঞদের পাশাপাশি ১-২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা অবশ্যই ২৮ বছরের মধ্যে হতে হবে।

এছাড়াও যোগাযোগ দক্ষতা, ব্যাংক, সাপ্লায়ার, লোকাল এজেন্ট, ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগে সিদ্ধহস্ত হতে হবে। চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর প্রার্থীদের কর্মস্থল হবে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।