
ঢাকা : নতুন বছরে পা রাখার শুরুতেই রাতে বৈদ্যুতিক শর্টসাকিটের আগুন থেকে ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে কাপড়ের গোডাউন, জুতার দোকান ও কসমেটিক্সের দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের নতুন বাজার মহিলা পৌর মার্কেটে ভয়াবহ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০ টার দিকে পৌর শহরের নতুন বাজার মহিলা পৌর মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার স্টেশনে জানালে সাথে সাথেই ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসে।
ওই মার্কেটের আশেপাশে পানি না থাকায় ১০ থেকে ১৫ মিনিট ফায়ার সার্ভিসকে অপেক্ষা করতে হয়। এই ১০ থেকে ১৫ মিনিট সময়ের মাঝেই একটি দোকান থেকে সমস্ত মার্কেটে আগুন ধরে যায়। পরে পাট বাজার এলাকার একটি পুকুর থেকে ২০/২২ টি পাইপ সংযোগের মাধ্যমে পানি এনে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতির পরিমান পরে বলা যাবে বলেও জানান তিনি।