মাস্ক ছাড়াই বিমানবন্দরে প্রবেশ, ট্রোলের মুখে কঙ্গনা

Saturday, January 1st, 2022

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপট ক্রমেই বাড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আতঙ্কের বিষয় হল, এবার মৃত্যুও বাড়ছে। এর মধ্যেই মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন কঙ্গনা রানাওয়াত। সকাল সকাল শাড়ি পরে সেজেগুজে হাজির এই অভিনেত্রী।

কিন্তু মুখে নেই মাস্ক। এমনকি মাস্ক ছাড়াই তিনি প্রবেশ করছেন বিমানবন্দরে। কঙ্গনার এই ছবি সামনে আসতেই তাঁকে নিয়ে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। কঙ্গনার বিমানবন্দরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। সেই ভিডিওতেই নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয় অভিনেত্রী।

একজন নেটিজেন লিখেছেন, ‘মাস্ক না পরার ছাড়পত্র পেয়েছেন কঙ্গনা? ‘কেউ লিখেছেন, ‘ওঁকে কেউ জিগেস করো, মাস্ক কোথায়?’ সম্প্রতি কঙ্গনার হাতে রয়েছে একাধিক ছবি। তেজস-এর শুটিং শেষ করলেন অভিনেত্রী। ছবিতে একজন ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করবেন তিনি।

ছবিটি পরিচালনা করবেন সারভেশ মেওয়ারা। এছাড়াও ধক্কড় ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে অ্যাকশন করতেও দেখা যাবে কঙ্গনাকে। এর আগে মনিকর্নিকা ছবিতে অ্যাকশন করেছিলেন কঙ্গনা। কিন্তু এই ছবির অ্যাকশন একেবারেই আলাদা। ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। আগামী বছরই মুক্তি পেতে চলেছে এই দুটি ছবি।