শোবিজের আলোচিত যত ঘটনা

Saturday, January 1st, 2022

করোনা মহামরীর মধ্য দিয়ে শেষ হয়ে গেলো ২০২১ সাল। নানা ঘটনা ও বিষয় নিয়ে আলোচনার শেষ ছিল না বছরজুড়েই। বিশেষ করে ঢাকাই সিনেমার দুই নায়িকা পরীমণি ও মাহিয়া মাহিকে ঘিরে বেশ কিছু ঘটনাই আলোড়ন তুলেছিল দেশজুড়ে। বিদায়ী বছরে আদালত পাড়ায়ও ছিলো অভিনেত্রী ও মডেলদের বেশ আনাগোনা। এক নজরে দেখে নিন ২০২১ সালে শোবিজের আলোচিত ঘটনাগুলো-

বোটক্লাব, পরীমণি ও মাদক কাণ্ড

বছরের মাঝামাঝি সময়ে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ ওঠে নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ফেসবুকে লাইভে এসে এমন অভিযোগ করেন পরী। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে কাকতালীয়ভাবে অভিযোগ যায় পরীমণির বিরুদ্ধে। ৪ আগস্ট বনানীর বাড়ি থেকে পরীমনিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল, বাড়িতে নিষিদ্ধ মাদক রেখেছিলেন অভিনেত্রী। এরপর অভিনেত্রীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ৫ আগস্ট তাকে আদালতে তোলা হলে চার দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর ১০ আগস্ট ফের মেয়াদ বৃদ্ধি হয় জেল হেফাজতের। এর মধ্যেই নানা বিতর্কের সৃষ্টি হতে থাকে। সোশ্যাল মিডিয়ার একেবারে ট্রেন্ডিংয়ে উঠে আসেন অভিনেত্রী। গ্রেপ্তারের ২৬ দিনের মাথায় ৩১ আগস্ট জামিন পান পরী।

মাহি ও মুরাদের কলরেকর্ড ফাঁস

চিত্রনায়িকা মাহিয়া মাহি, নায়ক ইমন ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি কলরেকর্ড ফাঁস হয় ডিসেম্বরের শুরুর দিকে। এতে বিব্রতকর অবস্থায় পড়েন মাহি, ইমন ও ডা. মুরাদ হাসান। কথোপকথনের একটি অডিও ক্লিপে মাহিকে অশ্লীল কথা বলেন প্রতিমন্ত্রী। এরই জেরে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়। মাহি তখন ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ছিলেন। অভিযোগের তীর অনেকটা বিঁধে নায়ক ইমনের গায়েও।

ইভ্যালি কাণ্ডে তাহসান-মিথিলা-ফারিয়া

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে ডিসেম্বরের ৪ তারিখ মামলা হয়। এই নিয়ে গোটা শোবিজ সরগরম হয়ে ওঠে। তবে ১৩ ডিসেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন পান মিথিলা ও ফারিয়া। তাহসান এ মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। এই মামলাটি এখনও চলমান। এদিকে বছর শেষে শবনম ফারিয়া তার বিয়ে বিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন। ফেসবুকে টানা কয়েকটি পোস্ট করে বিচ্ছেদের কারণ হিসেবে তার সাবেক স্বামী হারুনুর রশীদ অপুকে দায়ী করেছিলেন ফারিয়া। পরে ফেসবুক পোস্টগুলো তিনি সরিয়ে নেন।

প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’

২০২১ সালের আলোচিত ঘটনাগুলোর ভেতর সবচেয়ে সম্মানজনক ঘটনা হচ্ছে, ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে আর্তে সা রিগা বিভাগে প্রদর্শিত হয় বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। এটি এ বিভাগে স্থান পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। এরপর বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে সম্মানিত হয় সিনেমাটি। মোহাম্মদ আবদুল্লাহ সাদ পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন।

নাটকের সংলাপে বিতর্ক

ঈদুল আজহায় চ্যানেল আইয়ে প্রচারের পর ‘ঘটনা সত্য’ নাটকটি অবমুক্ত করা হয় সিএমভির ইউটিউব চ্যানেলে। এরপরই নাটকের শেষ সংলাপ (বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মা-বাবার পাপের ফসল) নিয়ে তোলপাড় শুরু হয় সর্বমহলে। দর্শক-সমালোচকদের তুমুল আপত্তি ও প্রতিবাদের মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেয় সংশ্লিষ্টরা। মঈনুল সানুর চিত্রনাট্য এবং রুবেল হাসানের পরিচালনায় ‘ঘটনা সত্য’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। বিষয়টি ‘একেবারেই অনাকাক্সিক্ষত ভুল’ বলে দুঃখ প্রকাশ করে নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলীদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

শাকিব-সেলিমের বাগ্বিতণ্ডা

ঢাকাই ছবির আলোচিত প্রযোজক সেলিম খানের ১০০ সিনেমার ঘোষণাকে কেন্দ্র করে প্রযোজক সেলিম খানকে ইঙ্গিত করে স্টুপিড বলেন শাকিব খান। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন পাশের দেশের মালায়লাম ইন্ডাস্ট্রির কথা। সেখানে ৩০০ কোটি রুপি দিয়ে সিনেমা বানানো হয়। আর ঢাকাই সিনেমা ১০-২০ লাখ টাকায় নির্মাণ করা হয়। পাল্টা বিভিন্ন মাধ্যমে সেলিম খান বলেন, শাকিব খান সুপারস্টার আমি মানি না। এ নিয়ে অন্তর্জালে সরগরম হয়ে ওঠে। এদিকে বছর শেষে খবর রটে শাকিব খান আমেরিকায় স্থায়ী হচ্ছেন। এই খবরে সিনেপাড়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, ‘বিদেশে স্থায়ী হওয়ার কিছু নেই। আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি করতে যুক্তরাষ্ট্রে কিছুদিন থাকতে হচ্ছে।’

ক্লিন ফিড চালু

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করা যাবে না— দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেয়া হয়েছিল এসব চ্যানেলের দেশীয় পরিবেশকদের। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন দেশীয় টিভি চ্যানেলের সংগঠনের নেতারা। কয়েকদিন জি বাংলা ও স্টার জলসার টিভি চ্যানেল অনুষ্ঠান বন্ধ রাখায় দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। পরে বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিড চালু করায়, বিজ্ঞাপন ছাড়াই অনুষ্ঠান দেখতে পারছেন বাংলাদেশের দর্শকরা।

তিশা-ফারুকী

২০১০ সালে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে। তবে বছরের শেষে দিকে সুখবর দিয়েছেন তিশা-ফারুকী। তাদের পরিবারে নতুন অতিথি আসছে। বাবা হতে চলেছেন ফারুকী। প্রথমবারের মতো সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তিশা। তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মা হওয়ার কথা সকলের কাছে শেয়ার করেছেন।

মোশাররফ করিমের বিরুদ্ধে মামলা

‘হাইপ্রেসার-২’ নাটকে আইনজীবীদের কটাক্ষ করে সংলাপের অভিযোগে অভিনেতা মোশাররফ করিমসহ চার ব্যক্তি ও একটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে চলতি বছরের ১৮ জুলাই কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা আইনজীবী সমিতির সদস্য মো. রফিকুল ইসলাম হোসাইনী। আর্জিতে মামলার বাদী উল্লেখ করেন— ‘একজন অভিনেতা একটি পেশায় থেকে অন্য পেশার ব্যক্তিদের ‘দুইডা উকিলের দাম কত সস্তা আছে’ এমন সংলাপ দিতে পারেন না। বিষয়টিতে আইনজীবীদের কটাক্ষ ও হেয় করা হয়েছে। এতে আমার আইন পেশার প্রতি অবজ্ঞা ও অসম্মান করা হয়েছে। তাই ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হলো।’

ঝন্টুর দুই তির্যক মন্তব্য

বছরজুড়ে সিনেমা নয়, শিল্পীদের নিয়ে তির্যক মন্তব্য করে আলোচনায় ছিলেন চলচ্চিত্রের বর্ষীয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ বছর মার্চের শুরুর দিকে ফারদিন প্রার্থনা দীঘির ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা মুক্তি পায়। সিনেমা নিয়ে একটি মন্তব্যে করেন দীঘি। এরপরই দেলোয়ার জাহান ঝন্টু এক সাক্ষাৎকারে দীঘিকে উদ্দেশ করে বলেন, ‘যে নায়িকা সিনেমা মুক্তির আগেই এর ট্রেলার তার ভালো লাগে নাই, ছবি মানহীন, কেউ দেখবে না- এসব মন্তব্য করে তার দাম দুই পয়সাও নয়।’ এ নিয়ে অবশ্য দীঘি কোনো পাল্টা মন্তব্য করেননি। অন্যদিকে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়েও মন্তব্য করেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝণ্টুু। তার ভাষ্য, ‘অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয়। তারা নিজেকে অনেক বেশি কিছু মনে করেন। কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও (শাকিব খান) কেন বেড়াতে যাবে কাজ ফেলে। থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত!’

নোবেল কাণ্ড

চলতি বছর নানান রকমের খবরের শিরোনাম হয়েছিলেন বিতর্কিত গায়ক নোবেল ম্যান। কখনও সড়ক দুর্ঘটনা আবার কখনও সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ এবং সর্বশেষ পরকীয়ার অভিযোগে স্ত্রী সালসাবিল মাহবুব ১১ সেপ্টেম্বর (শনিবার) নোবেলের ঠিকানায় তালাকনামা পাঠান। এর আগেও নানান বিতর্কে আলোচনায় ছিলেন এই গায়ক।

বছর শেষে ইলিয়াস-সুবাহর বিয়ে বিতর্ক

ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা গত ১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। গত ২৩ ডিসেম্বর নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন সুবাহ। জানান, তিনি ও ইলিয়াস বিয়ে করেছেন। তবে এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তৃতীয় বিয়ে করেছেন ইলিয়াস। স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ। এ খবর প্রকাশ্যে আসার পর তৈরি হয় জটিলতা। এসব বিষয় নিয়ে দাম্পত্য জীবনে টানাপড়েন চলছে এই নব দম্পতির। সোমবার (২৭ ডিসেম্বর) ঝগড়া করেন ইলিয়াস-সুবাহ। যা ফেসবুকে লাইভ করেন সুবাহ। তারপর শুরু হয় তুমুল সমালোচনা।