
জাহিন সিংহ, সাভার থেকে : আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলার অন্তর্গত আমিন বাজার ইউনিয়নে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী রকিব আহমেদের পক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আমিন বাজারের বড়দেশী ঈদগাহ মাঠে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন সহস্রাধিক নেতাকর্মী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও বিভিন্ন প্রতিশ্রুতি দেন আমিন বাজার ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থী রকিব আহমেদ।
নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।