গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ঝরল ৩ প্রাণ

Sunday, January 2nd, 2022

ব‌রিশাল : বরিশালের মুলাদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাই‌কেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন। রোববার (০২ জানুয়ারি) দুপুর ১২টায় মুলাদী-মীরগঞ্জ সড়‌কের কা‌জিরহাট ঈদগাহ-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘ‌টে।

নিহতরা হলেন বড়ইয়া কা‌জিরচর এলাকার খা‌লেক হাওলাদা‌রের ছে‌লে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছে‌লে হারুন নলী (৪৫) ও মোনা‌সেফ আলীর ছে‌লে‌ ওমানপ্রবাসী রাজীব নলী (২৩)। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম মাকসুদুর রহমান।

তিনি আরও ব‌লেন, মীরগঞ্জ থে‌কে মোটরসাই‌কেল‌যো‌গে বড়ইয়া কা‌জিরচর যা‌চ্ছি‌লেন ওই তিনজন। প‌থে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মোটরসাই‌কেলটি সড়‌কের পা‌শে এক‌টি গা‌ছে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তিনজ‌ন মারা যান। তিনজ‌নের লাশ ঘটনাস্থ‌লেই র‌য়ে‌ছে। পরবর্তী‌তে হাসপাতালের ম‌র্গে প্রেরণ করা হ‌বে।