
কুড়িগ্রাম : কুড়িগ্রাম রৌমারীর ২ নং শৌলমারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হয়েছে আনারসের। নৌকার ভোট না থাকায় হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আগামি ৫ জানুয়ারী ২ নং শৌলমারী ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে আনারস মার্কায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।আর এতেই মাথা নষ্ট হয়েছে আওয়ামী লীগ প্রার্থী নজরুলের ।
খোজ নিয়ে জানা গেছে এলাকায় নৌকার ভোট না থাকায় বিভিন্ন গ্রামে মিটিং এর নামে তাদের হুমকি দিয়ে যাচ্ছে নৌকার প্রার্থী ও সমর্থকরা।
২ নং শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে নৌকার ভোট না থাকায়। নৌকার সমর্থক গাজিবুর মাষ্টার,বক্কর মাষ্টার,শাহজামাল মাষ্টার বিভিন্ন ভাবে এলাকার ভোটারদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। ভোট না দিলে গ্রামে থাকতে দিবে না। উপজেলা সদরে যেতে দিবে না। এমনকি কাউকে কাউকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে দেখা গেছে, এলাকার সবাই আওয়ামী লীগকে ভালোবাসলেও নৌকার প্রার্থী যিনি হয়েছেন তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় না।
এলাকাবাসি জানায় , নৌকার প্রার্থী যিনি হয়েছেন তিনি এর আগে বেহুলারচর গ্রামের মানুদের বাড়ি থেকে বের হতে দেয় নাই । তাদেরকে মেরে রক্তাক্ত করেছে এবার আওয়ামী লীগ আবার তাকেই নৌকার প্রার্থী করেছে। তিনি চেয়ারম্যান হলে এলাকার জনগন শান্তিতে থাকতে পারবে না। তাই তাকে চেয়ারম্যান হিসাবে কেউ দেখতে চায় না। কিন্তু নৌকার এ সমর্থকরা আমাদের হুমকি দিয়ে যাচ্ছে।
তারা জানায় , যারা নৌকার কথা বলছে তারা আগে কখনো নৌকার কাজ করে নাই এমনকি তারা সবাই জামাত শিবির তারা নৌকার কাজ করছে আওয়ামী লীগকে দোষি বানানোর জন্য ।
এদিকে বেহুলার চর গ্রামের মানুষকে ভোটের দিন বাড়ি থেকে বের হওয়ার জন্য নিষেধ করেছে নৌকার সমর্থকরা ।
বেহুলার চর গ্রামবাসি জানিয়েছে , আমাদেরকে উপজেলা সদরে যেতে হয় নৌকার প্রার্থীর বাড়ির কাছ দিয়ে। গত নির্বাচনে সে আমার রাস্তা এটকিয়েছিলো গতবার হেরেছে এবারও আমাদের কে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে ভোট না পেলে বাড়ি থেকে বের হতে দিবো না ।
এলাকাবাসি প্রশাসন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর কাছে হস্থ্যক্ষেব কমনা করে বলেন আমরা আশা করি জনদরদি প্রতিমন্ত্রী আমাদের এই বিষয় গুলো দেখবেন ।
এ বিষয়ে নৌকার প্রার্থী নজরুল ইসলামকে মোবাইলে কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেন নাই।