পাকিস্তানে ৩ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

Sunday, January 2nd, 2022

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিজের তিন মেয়েকে গলা কেটে হত্যার পর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। শনিবার জেলুম জেলার পিন্দ দাদান খান এলাকার হারানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ নিহত তিন সন্তানকে চিহ্নিত করেছে। তারা হলো- জয়া (৫), ফাইজা (৪) এবং জান্নাত (৩)। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীর নাম ইয়াসমিন। তার দেহ পুড়েছে ভয়াবহভাবে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ওই নারীর স্বামীর নাম ফয়েজ আহমদ এবং তিনি একজন রিকশাচালক। ঘটনাটির তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে সন্তানদের হত্যা করেছেন ওই নারী।