যুক্তরাষ্ট্র থে‌কে এলো আরও ২৫ লাখ টিকা

Sunday, January 2nd, 2022

ঢাকা : মা‌র্কিন যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় করোনাভাইরাসের আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছেছে।

রোববার (২ জানুয়া‌র) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তি‌নি জানান, রোববার সকাল ৮টা ২৭ মি‌নি‌টে আমেরিকা সরকারের উপহার হিসেবে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা দে‌শে এ‌সে‌ছে।

আগামী ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্র থে‌কে আরও ৪৬ লাখ ডোজ ফাইজারের টিকার পরবর্তী চালান আসার কথা রয়েছে ব‌লেও জানান মাইদুল ইসলাম।