
ঢাকা : ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিম হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে তানিম হাসান আইসিইউতে ভর্তি ছিলেন। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল।
তিনি আরও জানান, তার মা জেসমিন আক্তার ১২ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন। তিনি ২৭ সপ্তাহের একজন গর্ভবতী নারী।
গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশু তামিমের মৃত্যুর মাধ্যমে ৪৭ জনের মৃত্যু হলো। আহত হয়েছেন ৭০ জনের বেশি।