২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১১ রোগী

Sunday, January 2nd, 2022

ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ১১ জন রোগী ভর্তি হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭ জন এবং অন্যান্য বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

রোববার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৬৪ জন।

গত ১ জানুয়ারি থেকে ২ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ১৫ জন ভর্তি হয়েছে এবং ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৩২ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৩২ জন ভর্তি রয়েছে।