
ঢাকা : করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুলে ক্লাস শুরু হয়। এরপর খোলে কলেজ ও বিশ্ববিদ্যালয়। ছবিটি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের।
করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্টের ওমিক্রন ঠেকাতে এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। বরং প্রতিরোধের ওপর জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শিক্ষার্থীদের জন্য করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার কথাও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে সোমবার সন্ধ্যায় ওমিক্রন নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।