
ঢাকা : বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হৃদয় মোল্লা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক নিয়ামুল হাসান আহত হন।
রবিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদেরহাট এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিয়ামুল হাসান ও হৃদয় মোল্লা সম্পর্কে একে অপরের বন্ধু। তারা মোটরসাইকেলযোগে খুলনা থেকে গোপালগঞ্জে বাড়ি ফিরছিলেন। হৃদয় মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামের নাজিম মোল্লার ছেলে। আহত নিয়ামুল হাসান একই গ্রামের শহিদুল ইসলাম মৃধার ছেলে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি শেখ আবুল হাসান জানান, নিয়ামুল হাসান ও হৃদয় মোল্লা নামে দুই বন্ধু রবিবার রাতে মোটরসাইকেলযোগে খুলনা থেকে গোপালগঞ্জে বাড়ি ফিরছিল। খুলনা-মাওয়া মহাসড়কের চাঁদেরহাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের ব্রেকে সমস্যা দেখা দেয়।এ সময় আরোহী হৃদয় মহাসড়কে ছিটকে পড়ে মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।