বিএনপির আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ: হানিফ

Monday, January 3rd, 2022

ঢাকা : খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এসময় বিএনপি সংলাপে অংশ নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার (৩ জানুয়ারি) সকালে প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের সময়পোযোগি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অনেক সংকট পার করেছে দেশ।

এসময় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপির মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে আইনের কথা বললেও ক্ষমতায় থাকতে বিএনপি আইন করেনি। বরং কারো মতামতের তোয়াক্কা না করে সেসময় একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন করেছে তারা।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন পরিবর্তন করা সম্ভব নয়। আর এ নিয়ে বিএনপির আন্দোলনে সরকার ভয় পাচ্ছে না বলেও জানান তিনি।

এসময় সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ অন্যান্য নেতারা। শ্রদ্ধা জানানো হয় তার পরিবারের পক্ষ থেকেও।

শ্রদ্ধা জানানোর পর সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, আমার ভাই সারাজীবন পরিচ্ছন্ন রাজনীতি করেছেন।