
উচ্চ রক্তচাপের সময় চোখে কম দেখা বা ঝাপসা দেখা আরেকটি উপসর্গ। কোনো কারণে হঠাৎ চোখে ঝাপসা দেখতে শুরু করলে ব্লাড প্রেশার মাপিয়ে নেয়া উচিত।
উচ্চ রক্তচাপ একটি জটিল সমস্যা। শরীরের স্বাভাবিক রক্তচাপ বেড়ে যাওয়াকে উচ্চ রক্তচাপ বলে। উচ্চ রক্তচাপের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত অনিয়ন্ত্রিত জীবনযাপন, পর্যাপ্ত কায়িক পরিশ্রম না করা ও অতিরিক্ত জাঙ্কফুড খাওয়া উচ্চ রক্তচাপের অন্যতম কারণ বলে বিবেচিত।
ওয়েবএমডি ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কিছু পরিচিত লক্ষণের কথা। চলুন জেনে নেয়া যাক-
মাথাব্যথা
উচ্চ রক্তচাপের একটি অন্যতম লক্ষণ হলো- মাথাব্যথা। যখন রক্তপ্রবাহে কোনো সমস্যা দেখা দেয়, তখন মাথায় যন্ত্রণা হয়। কারণ এর ফলে মাথার মস্তিষ্কের নিউরনে চাপ পড়ে।
ঝাপসা দেখা
উচ্চ রক্তচাপের সময় চোখে কম দেখা বা ঝাপসা দেখা আরেকটি উপসর্গ। কোনো কারণে হঠাৎ চোখে ঝাপসা দেখতে শুরু করলে ব্লাড প্রেশার মাপিয়ে নেয়া উচিত।
নাক দিয়ে রক্ত পড়া
নাক দিয়ে রক্ত পড়া উচ্চ রক্তচাপের আরেকটি উপসর্গ। নাক দিয়ে রক্ত পড়তে দেখলে বুঝতে হবে সমস্যা জটিল আকার ধারণ করেছে। এ ক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
শ্বাসকষ্ট
হাইপারটেনশনের অন্য আরেকটি সমস্যা হলো ঠিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে না পারা। এ সময় দেখা যায়, কোনো শারীরিক পরিশ্রম করতে, সিঁড়ি বেয়ে ওঠানামা বা হাঁটাচলার ক্ষেত্রেও অল্পতেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। আক্রান্ত রোগী কোনো কিছু করতে গেলে দ্রুতই হাঁপিয়ে পড়ে।
বুকে ব্যথা
বুকে ব্যথাও হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যার ইঙ্গিত। যদি হঠাৎ খিঁচুনি বা শরীরের লাল দাগ দেখা যায়, তাহলে সেটিও হতে পারে এই সমস্যার উপসর্গ। তাই এসব দেখলে আগে থেকেই সাবধান হওয়া উচিত।
পা ফুলে গেলে
যদি দেখা যায় কোনো কারণ ছাড়াই পা ফুলে গেছে, তখন বুঝতে হবে উচ্চ রক্তচাপের সমস্যা থাকতে পারে। পাশাপাশি বমিভাব ও অ্যাংজাইটির মতো সমস্যায়ও সতর্ক থাকা উচিত।