
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। ৫ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর বুধের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৫, ১৪ ও ২৩। আপনার শুভ বর্ণ: সবুজ ও নীল। শুভ গ্রহ ও বার: শনি ও বুধ। শুভ রত্ন: নীলা ও পান্না। আজকের দিনের শুভ রং: আজ সবুজ ও নীল বর্ণের পোশাক পরিচ্ছদ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।
আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময় সকাল: ৬:৫২-৯:০১, ১১:১০-১:১৭, দুপুর: ২:০০-৪:০৮, রাত: ৬:২৭-৭:১৯, ৯:০৭-৪:১২ পর্যন্ত। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি রাত: ৭:০১ পর্যন্ত পরে ৪র্থী তিথি চলবে। আজকের দিনের বর্জিত খাদ্য: আজ শেষ রাত: ৭:০১ এর মধ্যে পটল পরে মূলা খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার আজ এগিয়ে যাওয়ার দিন। নতুন চাকরির চেষ্টায় সফল হবেন। প্রভাবশালী প্রশসনিক কর্মকর্তার সুপারিশে অস্থায়ী কাজের সুযোগ আসবে। সরকারী চাকুরেদের দিনটি কাজের ক্ষেত্রে জটিলতার। পিতা ও পিতৃস্থানীয়দের সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হবে। তবুও হতে হবে ধীর স্থির। বিদ্রোহ করা যাবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশী বৃত্তি লাভের চেষ্টা সফল হতে পারে। উচ্চ শিক্ষা বা জীবীকার প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ আসবে। ভাগ্য ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগার না হলেও হতাশ হতে হবে না। বিদেশ থেকে নতুন কাজের সুযোগ আসতে পারে।
মিথুন রাশি (২১ মে- ২০ জুন): বুঝে শুনে ব্যবসায় ঝুঁকি নিতে পারলে ভালো আয় রোজগার হতে পারে। ব্যাংক ঋণ লাভের চেষ্টায় সফল হতে পারবেন। ঋণ পরিশোধের জন্য কোনো জমানো টাকা ভাঙ্গতে হতে পারে। রাস্তাঘাটে সাবধানে গাড়ী চালাবেন। আইনগত জটিলতায় অর্থ ব্যয় করতে হবে। শেয়ার ব্যবসায় আজ সতর্ক থাকতে হবে।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): দিনটি ব্যবসায়ীক ভাবে ঝামেলার। অংশিদারী কাজে ভালো আয় রোজগার হবে। চাকরি ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির দিন। জীবন সাথীর কাছ থেকে ভালো সংবাদ পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে চলতে থাকা বাধা ধীরে ধীরে দূর হবে। অণৈতিক সম্পর্ক থেকে দূরে থাকতে হবে।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): কর্ম ক্ষেত্রের পরিবেশ আজ আপনাকে ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে হবে। সহকর্মীদের সাথে মনমালিণ্য এড়িয়ে চললে আজ সফল হবেন। ঠান্ডার পীড়া বা পেটের পীড়ায় ভোগান্তি থেকে সাবধান হতে হবে। অনৈতিক কাজের জন্য ঝামেলা দেখা দিতে পারে। সৎ জীবন যাপন করতে চেষ্টা করুন। রাগ জেদ এড়িয়ে চলতে হবে।
কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): পড়াশোনার জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অগ্রগতির দিন। নতুন প্রেমে আসবে মানসিক যন্ত্রনা। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। শিল্পী ও কলাকুশলীদের দিনটি সুনাম সম্মান বৃদ্ধির। সন্তানের শরীর স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখতে হবে। অকারনে সন্তানকে বকাঝকা করবেন না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): দিনটি প্রত্যাশা পূরণের। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতির দিন। আত্মীয় স্বজনদের সাথে বিরাজমান সম্পর্কের অগ্রগতি আশা করতে পারেন। যানবাহন ক্রয় করার যোগ বলবান। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। সাংসারিক ক্ষেত্রে আপনার প্রত্যাশা পূরণ হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): দিনটি বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতির। ব্যবসায়ীরা বিদেশ থেকে ভালো অর্ডার পেতে পারেন। প্রবাসী ছোট ভাই বোনের সাহায্য পাওয়া যাবে। আপনার সুনাম সম্মান বৃদ্ধির দিন। ই-কমার্সের ব্যবসায়ীরা আশানুরুপ অর্ডার পাবেন। প্রকাশক, সাহিত্যিক ও মিডিয়া কর্মীদের আয় রোজগারে সাফল্য লাভের আশা।
ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): আজ আয় রোজগার বৃদ্ধি পাবে। খুচরা পাইকারী বা মধ্যস্ততার ব্যবসা দ্বারা বাড়তি কিছু অর্থ রোজগারের সুযোগ পাবেন। হোটেল মোটেল ও রেস্তোরা ব্যবসায় আয় রোজগার হবে। সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটম্বদের সাহায্য পাওয়া যাবে। বকেয়া টাকা আদায় করতে কষ্ট হবে। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): দিনটি আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আশানুরুপ আয় রোজগারের। ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতি হবে। অসুস্থতা ও মানসিক দূর্বলতা কাটিয়ে নতুন করে সব কিছু আরম্ভ করুন। আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে আজ ব্যবসায় ভালো আয় রোজগার হবে। অংশিদারী কাজে সফল হতে পারবেন। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির আশা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): ব্যয় বহুল একটি দিনের সম্মূখীন হবেন। নানা ভাবে অর্থ ব্যয় হবে। হটাৎ করেই ব্যবসায়ীক প্রয়োজনে দূরের যাত্রা যোগ। বৈদেশিক কাজে সফল হবেন। আইনগত জটিলতা কাটিয়ে উঠার সুযোগ আসবে। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতার অবশান আশা করা যায়। ট্রান্সপোর্ট ও কুরিয়ার ব্যবসায় ভালো আয় হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): দৈনন্দিন জীবনে বড় ভাই বা বোনের সাহায্য পাবেন। ব্যবসায়ীক দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় বাধা আসবে। আর্থিক ক্ষেত্রে বন্ধুর সাহায্য পাওয়া হবে কঠিন। দূর হবে সকল জটিলতা। ঠিকাদারী কাজে নতুন ওয়ার্কঅর্ডার লাভ। প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্য গড়ে উঠবে। চাকরিজীবীদের বকেয়া বেতন বিল আদায়ের দিন।