২৮ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর ব্রিটেনে প্রবেশ

Tuesday, January 4th, 2022

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স থেকে ব্রিটেনে প্রবেশের জন্য অভিবাসনপ্রত্যাশীরা গত বছর রেকর্ড তৈরি করেছে। ছোট ছোট নৌকায় করে ২৮ হাজারেরও বেশি লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। সরকারি তথ্যের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা পিএ মঙ্গলবার এ কথা জানায়।

সূত্র জানায়, গত বছর অন্তত ২৮ হাজার ৩৯৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় তিনগুণ।

আবহাওয়া অনুকূল থাকায় নভেম্বরে সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করে। কেবল ১১ নভেম্বর এই একদিনে পাড়ি দিয়েছে ১ হাজার ১৮৫ জন, যা এ যাবতকালের রেকর্ড।

ইউরোপের মূল ভূখন্ড থেকে অধিক সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ব্রিটেনে প্রবেশ নিয়ে রাজনৈতিক সংকটে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এ ছাড়া এ নিয়ে ফ্রান্সের সাথেও ব্রিটেনের টানাপোড়েন চলছে।