আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা

Wednesday, January 5th, 2022

আন্তর্জাতিক ডেস্ক: বন্যা ও অতিরিক্ত তুষারপাতের কারণে আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেছে তালেবান। দেশটিতে আগামী কয়েকদিন বৃষ্টি ও ভারি তুষারপাত হবে। এজন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রদেশের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছে দেশটির দুর্য়োগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রেডিও ফ্রি অব আফগানিস্তানকে জানিয়েছেন, তারা প্রদেশগুলোতে বিভিন্ন উপকরণ পাঠিয়েছেন। এগুলো এখনো বিতরণের কাজ চলছে।

তিনি আরও জানিয়েছেন, তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো চালু করতে সহায়তা করার জন্য।

আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে উত্তরের প্রদেশগুলোকে যুক্ত করা সালাং বিশ্বরোডটি ভারি তুষারপাত ও প্রচণ্ড বাতাসের কারণে বন্ধ হয়ে আছে।

বর্তমানে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩২টি প্রদেশে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এর প্রভাবে বিভিন্ন প্রদেশে বন্যা দেখা দিয়েছে এবং অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। সূত্র: দ্য খামা প্রেস