আমতলীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদাণ

Wednesday, January 5th, 2022

বরগুনা : বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এক সভার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ২২১ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদাণ করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বীন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মানা ক্রেষ্ট প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম শামসুদ্দিন শানু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা ও কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাষ্টার ও সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির। সভা শেষে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি।