
চট্টগ্রাম ও খুলনায় বিএনপির মানববন্ধন কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এসময় আটক করা হয়েছে ৩৫ জনকে।
বুধবার (৫ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
মানববন্ধনে অংশ নিতে দুপুর ৩টায় চট্টগ্রামে জামালখান এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। এসময় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে। পরে পুলিশ অন্তত ৩৫ জন নেতাকর্মীকে আটক করে।
পুলিশের দাবি, বিএনপি নেতাকর্মীকে মাত্র ১০০ নিয়ে মানববন্ধন করার অনুমতি নিয়েছিল। তবে মানববন্ধনে দলটির নেতাকর্মীদের সমাগম বেড়ে যাওয়ায় তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। সেসময় পুলিশের ওপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা।
এদিকে, খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জে সাবেক সাংগঠনিক সম্পাদকসহ আহত হয়েছে ১০ জন। সকাল ১১টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয় চারটি মোটরসাইকেল।
পুলিশ জানায়, বাণিজ্যিক সড়ক দখলে নিয়ে সমাবেশ করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদেরকে সড়ক ছাড়ার আহ্বান জানানো হয়। কিন্তু বিএনপি নেতারা তা না শুনে সড়কেই সমাবেশ করে। তাদের সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।