বৃহস্পতিবার দিনটি আপনার যেমন কাটবে

Wednesday, January 5th, 2022

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। ৬ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা : ৬, ১৫, ২৪। আপনার শুভ বর্ণ : নীল ও সাদা। শুভ গ্রহ ও বার : শুক্র ও শনি। শুভ রাত : হীরা ও নীলা। আজকের দিনের শুভ বর্ণ : আজ সাদা ও নীল বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে।

আজকের দিনের শুভ সময় : জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় সকাল: ৬:৫৩-৮:২০, দুপুর: ২:০১-৩:২৭ রাত: ৬:২৮-১০:০১, ১২:৪১-৪:১৪।

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। আজ সন্ধা: ৫:৪০ পর্যন্ত ৪র্থী তিথি পরে ৫মী তিথি চলবে।

আজকের দিনের বর্জনিয় খাদ্য : আজ সন্ধা: ৫:৪০ পর্যন্ত মূলা পরে বেল খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল) : ব্যবসায়ীক কাজে আশানুরুপ আয় রোজগারের দিন। শুভ চন্দ্র বৃহস্পতির সংযোগে বন্ধু ভাগ্য আজ বলবান থাকবে। চাকরিজীবীদের আদায় হবে বকেয়া টাকা। ঠিকাদারী কাজে চলতে থাকা ভুল বুঝাবুঝি ও রহস্যজনক জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে আজ অগ্রগতির দিন। নতুন কাজের সুযোগ পাবেন আজ।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : আজ চাকরিজীবীদের উন্নতির দিন। পদস্ত কর্মকর্তার সাহায্য সহযোগিতা লাভের আশা। সরকারী বা প্রশাসনিক কাজে পদস্ত কারো সাহায্য পাওয়া যাবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়। পিতার সাথে চলতে থাকা বিরোধের অবশান হবে আজ। বেকারদের সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ লাভ।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : বৈদেশিক ভাগ্য আজ বলবান থাকবে। ভাগ্য অন্বেষনের জন্য বিদেশ যাত্রার চেষ্টা হবে সফল। বৃহস্পতি চন্দ্রর শুভ সংযোগে উচ্চ শিক্ষার্থে দিনটি বলবান। কোনো বিষয় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন। প্রবাসীদের কর্ম জীবনে আজ বিশেষ উন্নতির দিন। দূর হবে ভিসা বা আকামা সংক্রান্ত জটিলতা। ভাগ্য রহস্যজনক ভাবে সাহায্য করবে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কাঙ্খীত আয় রোজগার হতে পারে। ব্যাংক ঋণ সংক্রান্ত কাজে অগ্রগতির আশা। পুরোন পাওনাদারদের দায় দেনা পরিশোধ করার মতো অর্থ হাতে আসবে। সাংসারিক প্রয়োজনে আজ কিছু টাকা ঋণ করার প্রয়োজন হতে পারে। চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের ভালো আয় রোজগারের যোগ।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট) : আজ ব্যবসায়ীক কাজে সফল হওয়ার দিন। বহুদিনের আটকে থাকা কোনো অসমাপ্ত ব্যবসায়ীক লেনদেন সম্পন্ন হতে পারে। পারিবারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন। অবিবাহিতদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। অংশিদারী ব্যবসা বাণিজ্যের প্রস্তাব প্রস্তাবনাকে ভেবে চিন্তে গ্রহণ করতে হবে।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর) : কর্মক্ষেত্রে সকল প্রতিকূলতাকে এড়িয়ে আজ সফল হতে পারবেন। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য ও বিশ্বস্ততার কারনে জটিল পরিস্থিতি থেকে চট জলদি বেড়িয়ে আসতে পারবেন। আয় রোজগারের জন্য আপনাকে অনৈতিক পন্থা ব্যবহারের প্রয়োজন হবে না। স্বাভাবিক ভাবেই ভালো আয়ের সুযোগ আসবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : প্রেম ভালোবাসা ও নিজের সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য দিনটি উত্তম। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য লাভের আশা। বড় সন্তানের বিবাহশাদী বা বিদেশ যাত্রার চেষ্টায় দিনটি খুবই ভালো। বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতির আশা।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) : আজকের দিনটি পারিবারিক কোনো জটিলতা থেকে উত্তোরনের। স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা পেতে আত্মীয় স্বজনের সাহায্য পেতে পারেন। আজ গৃহের জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন হবে। আসবাবপত্র বিক্রেতাদের দিনটি বলবান থাকবে। মায়ের শারীরিক অসুস্থতা ধীরে ধীরে কেটে যাবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : গণমাধ্যম ব্যক্তিদের কাজের জন্য দিনটি বলবান থাকবে। বিদেশ থেকে কাঙ্খীত কোনো সংবাদ লাভে আশা। আয় রোজগারের ক্ষেত্রে ই-কমার্স ব্যবসায়ীরা আজ সফল হতে পারবেন। মিডিয়াতে কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে চলেছে। নিজের ইচ্ছা শক্তি দিয়ে আজ কোনো বড় কাজের সুষ্ঠ সমাধান করতে পারবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : আজ আয় রোজগারে অগ্রগতির দিন। বকেয়া টাকা পয়সা আদায়ের পাশাপাশি কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীদের দিনটি বড় অঙ্কের মুনাফার। বাড়িতে আগমন হবে আত্মীয় কুটম্বর। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর পূর্ণ সাহায্য পাওয়া যাবে। বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে হতে হবে ধৈর্য্যশীল।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) : আজ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আশানুরুপ সাফল্য লাভের দিন। কর্মক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আজ সফল হতে পারবেন। নিজের ব্যক্তিত্ব দিয়ে সকলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হবেন। পেয়ে যাবেন ব্যবসায়ীক সাফল্য। জীবন সাথীর সাথে চলতে থাকা মনমালিণ্য দূর হয়ে যাবে। শারীরিক অবস্থার উন্নতি হতে চলেছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : আজ দিনটি ব্যয় বহুল হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে সফল হওয়ার আশা। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের নতুন বিনিয়োগের দিন। পারিবারিক কাজের জন্য আজ কিছু অর্থ ব্যয় হবে। জীবিকার প্রয়োজনে হটাৎ করে বিদেশ যেতে হতে পারে। বৈদেশিক বাণিজ্যে চলমান কাস্টম সংক্রান্ত জটিলতা সমাধান হতে চলেছে।