ভোট গণনার সময় হামলা, বিজিবির গুলিতে নিহত ৪

Wednesday, January 5th, 2022

রাজশাহী : বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা চলাকালে হামলার ঘটনায় বিজিবির গুলিতে চারজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ হামলা ও গুলির ঘটনা ঘটে।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিজিবির গুলিতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বালিয়াদীঘি ইউনিয়নের বাসিন্দা কুলসুম বেগম (৩৫), খোরশেদ আলী (৭০), আবদুর রশিদ (৪৮) ও আলমগীর (৪০)।

পুলিশ জানায়, নৌকা প্রতীকের প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকরা কেন্দ্রে থাকা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এতে চারজন নিহত হয়েছেন। এ নিয়ে গাবতলীতে ভোটের সহিংসতায় বুধবার পাঁচজনের মৃত্যু হলো।

এর আগে দুপুরে গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪০) নামে এক যুবক নিহত হন। রামেশ্বরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাইগুলি উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।