নয়াপল্টনে ট্রাকচাপায় প্রাণ গেলে কিশোরের

Thursday, January 6th, 2022

ঢাকা : রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মামুন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে রাত সোয়া ১টায় চিকিৎসক জানান সে আগেই মারা গেছে।

উদ্ধার করে নিয়ে আসা পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল জলিল বলেন, আশপাশের লোকজনের কাছে জানা যায় সে টোকাই ছিল। তার নাম জানা গেলেও ঠিকানা এখনো পাওয়া যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।