শীতার্তদের মাঝে মোতাহার হোসেন এমপি’র শীতবস্ত্র বিতরণ

Thursday, January 6th, 2022

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ (০৬ জানুয়ারি) হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন ও গড্ডিমারী ইউনিয়নে ৪০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদুোৎসাহী সমাজ কর্মী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মর্জিনা বেগম, সিংগিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান শ্যামল সিদ্দিক ও টংভাঙ্গা ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান সেলিম হোসেন।