কক্সবাজারে অস্ত্রসহ আটক ৪

Friday, January 7th, 2022

কক্সকাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ সময় দুটি বিদেশি অস্ত্র ও ছয়টি দেশীয় তৈরি বন্দুক ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার (০৭ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটকরা হলেন- মো. নূর, আমান উল্লাহ, খাইরুল আমিন, নাজিম উল্লাহ।

র‌্যাব ১৫ অধিনায়ক খাইরুল আমিন সরকার জানান, মায়ানমার থেকে দীর্ঘ দিন ধরে অস্ত্র পাচার হচ্ছিল। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রথমে আমাদের কাছে তথ্য ছিল অস্ত্রের কারখানা রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের জিজ্ঞাসাদের জন্য র‌্যাব হেফাজতে রাখা হয়েছে।