
বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেদের দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান দম্পতি।
বর্তমানে নিভৃতবাসে রয়েছেন তাঁরা। কীভাবে সময় কাটাচ্ছেন তাঁরা? ছোট্ট ইউভানকে কাছে না পেয়ে মন খারাপ রাজশ্রীর। ইউভানকে বড্ড মিস করছেন বাবা-মা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
খবরে বলা হয়েছে, মোবাইলে ভিডিও কল করেই ছেলের সঙ্গে কথা বলছেন তারকা দম্পতি। ছেলের বড় হয়ে ওঠার সুন্দর মুহূর্তগুলি মিস করতে চান তাঁরা।তাই এভাবেই ছেলের মন ভালো রাখছেন। শুক্রবার এই নিয়ে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাজ চক্রবর্তী।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন বিধায়ক নিজেই। সেই সাথে ভক্তদের করোনাবিধি মেনে চলার জন্যও টুইটে আবেদন জানিয়েছেন চিত্র পরিচালক রাজ। তবে এবারই প্রথম নয়, এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন এই দম্পতি।
রাজ চক্রবর্তী প্রথমবার করোনায় আক্রান্ত হন ২০২০ সালের অগস্ট মাসে। ২০২০ সালের ১৭ অগস্ট টুইট করে সেই খবর জানিয়েছিলেন তিনি।
অন্যদিকে রাজ যখন বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তখন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন শুভশ্রী।
২০২১ সালের ২০ এপ্রিল সেই খবর জানিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। আক্রান্ত হয়ে সেসময় বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। তবে তাদের পুত্র ইউভান সুস্থই ছিল সেসময়।