গ্যাংলিডারের সাক্ষাৎকার নিতে যাওয়া দুই সাংবাদিককে গুলি করে হত্যা

Friday, January 7th, 2022

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে গ্যাংলিডারের সাক্ষাৎকার নিতে যাওয়া দুই সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিদ্বন্দ্বী গ্রুপের সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশটির আউ-প্রিন্স বন্দরের লাবোলি এলাকায় এ ঘটনা ঘটে। একাধিক গ্যাং এই এলাকার নিয়ন্ত্রণ নিতে তৎপর। হাইতির পুলিশ বিভাগ ও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (৭ জানুয়ারি) এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন সাংবাদিকের একটি দল একজন গ্যাং লিডারের সাক্ষাৎকার নিতে গেলে প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর প্রকাশ্যে গুলি চালায়। এতে যে দুই সাংবাদিক নিহত হন তাদের একজনের নাম অ্যামাডি জন ওয়েসলি। তিনি মন্ট্রিল ভিত্তিক রেডিও স্টেশন একুইট এফএম-এর সাংবাদিক। অন্যজন স্থানীয় সাংবাদিক উইলগুয়েন্স লুইসাইন্ট।

অপর সাংবাদিক পালিয়ে প্রাণে বেঁচে গেছেন। তার নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

অ্যামাডি জন ওয়েসলিকে সন্ত্রাসীরা বর্বরভাবে হত্যা করেছে বলে একুইট এফএম এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।