জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

Friday, January 7th, 2022

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরি হাট সাগর উপকুলে এস এল জাহাজ থেকে পড়ে রনবিক্রম ত্রিপুরা (২৭) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৮টার সময় এই ঘটনা ঘটে। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় হাট এস এল জাহাজ ভাঙ্গা কারখানায় জাহাজের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অনেক শ্রমিক অভিযোগ করে বলেন, এস এল জাহাজ ভাঙ্গা কারখানায় নিরাপত্তা সংঞ্জাম নেই। ঝুঁকি নিয়ে তাদের কে কাজ করতে হয়। নিহত রনবিক্রম ত্রিপুরা এস এল জাহাজ-ভাঙ্গা কারখানায় নিরাপত্তা কর্মী কাজ করতেন। নিহত রনবিক্রম ত্রিপুরা (২৭), খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার পেজগাং,খর্গপাড়ার ধরেন্দ্র ত্রিপুরার পুত্র বলে জানা যায়।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পুলিশ ফাডির এ এস আই আলাউদ্দিন তালুকদার বলেন, এস এল জাহাজ ভাঙ্গা কারখানায় জাহাজের উপর থেকে পড়ে এক নিরাপত্তা কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।