
চট্টগ্রামে ‘চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ আয়োজিত সিএমএসএমই বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। শুক্রবার (৭ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মেলার উদ্বোধন করে।
এসময় তিনি বলেন, কয়েক বছর ধরে বিএনপি টানেলের ভেতর থেকে আশার আলো দেখছে। আমি আশা করি শুধু আলো দেখা নয়, বিএনপি টানেল থেকে বের হয়ে সত্যিকারের একটি রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রকে সংহত করার ভূমিকা পালন করবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। অস্ত্রের ওপর ভর করে ও লাশের ওপর পাড়া দিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল।
বেগম খালেদা জিয়াও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিলেন এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকেছিলেন। আওয়ামী লীগ সেটাতে বিশ্বাস করে না বলে জানান তিনি।
চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান ও নারী উদ্যোক্তা নুরান ফাতিমা প্রমুখ।