আওয়ামী লীগের সবাই এখন দেশের মধ্যে আটকা পড়েছে: মান্না

Saturday, January 8th, 2022

ঢাকা: সরকারকে বিদায় করতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জা‌নিয়ে নাগ‌রিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এরা (আওয়ামী লীগ) সবাই দেশের মধ্যে আটকা পড়ে গেছে। যাওয়ার পথ বন্ধ, ভিসা দেয় না। এই সরকারের বিরুদ্ধে লড়াই চূড়ান্ত, কোনো আপস নয়।’

বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তি ও বিদেশে চি‌কিৎসার দাবিতে মানব সমাবেশে বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

শনিবার (৮ জানুয়া‌রি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম এ মানব সমাবেশের আ‌য়োজন ক‌রে‌ছে। সভাপতিত্ব করে‌ছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য সেলিমা রহমান।

মান্না ব‌লেন, ‘আজকের উপস্থিতি দেখে প্রমাণ হয়েছে যে, মানুষ জেগেছে। সারাদেশে বিএনপি যে সভা সমাবেশ করছে সেখানে লাখ লাখ মানুষ জমায়েত হচ্ছে। এখানে সমাবেশ হচ্ছে। কিছু দূরে হাইকোর্ট। তার সামনে অনেক পুলিশ, রাইফেল তাক ক‌রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছে। দুই মাস আগেও এ ধরনের সমাবেশ হলে পুলিশ লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করত, এখন করে না। কারণ পুলিশ বুঝে গেছে, এই সরকারের কথায় গত ১২-১৩ বছর ধরে জনগণের ওপর যে জুলুম করেছে তাতে গরিব সিপাইদের কোনো লাভ হয়নি। এখন পুলিশ এগুলো করতে চায় না। তা‌দের বস ধরা খে‌য়ে গে‌ছে। এই সরকার শুধু লুট করেছে। এবার তারা ধরে খেয়েছে। এখন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাদের ঘুম নেই। এরা সবাই এখন দেশের মধ্যে আটকা পড়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া শুধু দেশের সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি শুধু বিএনপি চেয়ারপারসন নন, তিনি যদি দেশবাসীর কাছে হাসপাতালের বেডে শুয়েও দেশবাসীর কাছে দোয়া চাইতে আসতেন- তাহলে এই রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জায়গা দেওয়া যাবে না। খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই সরকার তাকে মুক্তি দিচ্ছে না। আন্দোলন চালিয়ে যেতে হবে। এই সরকারের সঙ্গে লড়াই চাই, কোনো আপস নেই।’

মানব সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন ‌বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা প‌রিষ‌দের সদস্য আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, মশিউর রহমান, সাংগঠ‌নিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য‌বিষয়ক সম্পাদক ডা র‌ফিকুল ইসলাম, সহসাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সে‌লিম ভূঁইয়া, ঢাকা মহানগর উত্ত‌রের সদস্য স‌চিব আমিনুল হক, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নিরব, শ্র‌মিক‌ দ‌লের সভাপ‌তি আনোয়ার হো‌সেইন, ‌বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায়, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বাংলা‌দেশ কল্যাণ পা‌র্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রা‌হিম, বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান প্রমুখ।