কাপ্তান বাজারে আগুন, একজনের মরদেহ উদ্ধার

Saturday, January 8th, 2022

ঢাকা: রাজধানীর কাপ্তান বাজার কসাইপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর পৌনে ৫টায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও সেখানে প্রচণ্ড ধোয়া রয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। অভিযান পুরোপুরি শেষ হলে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

ব্যবসায়ীরা জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগে। এতে পাইকারি বাজারের অনেক দোকান পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ঘটনাস্থলে আসে পুলিশ, র‌্যাব, ওয়াসা, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় শতাধিক দোকান।