ডিআরইউতে সপ্তাহে তিন দিন করোনা পরীক্ষা

Saturday, January 8th, 2022

ঢাকা: রাজধানীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আবারো সদস্যদের জন্য করোনা পরীক্ষা শুরু হয়েছে। সদস্যদের পরিবারের সদস্যরাও এখানে করোনা পরীক্ষা করার সুযোগ পাবেন।

সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউতে করোনা পরীক্ষা করা যাবে।

শনিবার ডিআরইউর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা করার তিন দিনের মধ্যে করোনার রিপোর্ট পাওয়া যাবে।