যমুনা নদীতে ২ নৌকার সংঘর্ষে ১৮ গরুর মৃত্যু

Saturday, January 8th, 2022

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর জজিরার চর নামকস্থানে ২টি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১৮টি গরুর মৃত্যু হয়েছে। কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি থেকে ব্যবসায়ীরা গরুবোঝাই একটি নৌকা নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় গরুবোঝাই নৌকাটি উল্লেখিত স্থানে পৌঁছলে পিছন থেকে বালুবাহী নৌকা ধাক্কা দেয়। এতে গরুবোঝাই নৌকাটি ডুবে ১৮টি গরু মারা যায়।

যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। পুলিশ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নৌকা ও ৪টি জীবিত গরু উদ্ধার করা হয়। এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।