
ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ১১৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কোম্পানিটি ৫৬ লাখ ৪৭ হাজার ৩০৮টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৭৪ লাখ ৫৫ হাজার ৫০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ১২ লাখ টাকা।
বাংলাদেশ শিপিং কর্পোরেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৬ লাখ ১৯ হাজার ৪৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৩৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীড, লাফার্জহোলসিম,ফরচুন সুজ, ওয়ান ব্যাংক, বাংলাদেশ সবমেরিন কেবল, লাভেলো আইসক্রিম ও অ্যাক্টিভ ফাইন লিমিটেড।