সরকার করোনার আবির্ভাব দে‌খিয়ে বিএন‌পির সমাবেশ বন্ধ করতে পারে: গয়েশ্বর

Saturday, January 8th, 2022

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এখন আমাদের কথা বলার দিন শেষ, সামনে এগিয়ে যাওয়ার দিন। তাই এই সরকার করোনার আবির্ভাব দেখিয়ে আবার আমাদের সভা-সমাবেশ বন্ধ করতে পারে।’

বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তি ও বিদেশি চি‌কিৎসার দাবিতে মানব সমাবেশের বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

শনিবার (৮ জানুয়া‌রি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম মানব সমাবেশের আয়োজন করেছে।

সভাপতিত্ব করে‌ছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য সেলিমা রহমান।

সরকার‌কে উদ্দেশ্য ক‌রে বিএন‌পির এই‌ নেতা ব‌লেন, ‘কোনো লাভ হবে না। ১৪৪ ধারা জারি করলেন লাভ হয়নি। দেশের মানুষ আপনাদের ১৪৪ ধারা ভেঙ্গে সমাবেশ করেছে। অতএব আপনাদের যেতেই হবে। অচিরেই শেখ হাসিনার দিন শেষে হবে গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।’

সভাপ‌তির বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আপনাদের কাফনের কাপড় পড়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এর মধ্যদিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

মানব সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন ‌বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা প‌রিষ‌দের সদস্য আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, মশিউর রহমান, সাংগঠ‌নিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য‌বিষয়ক সম্পাদক ডা. র‌ফিকুল ইসলাম, সহসাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সে‌লিম ভূঁইয়া, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নিরব, শ্র‌মিক‌ দ‌লের সভাপ‌তি আনোয়ার হো‌সেইন, ‌বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায়, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বাংলা‌দেশ কল্যাণ পা‌র্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রা‌হিম, বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান প্রমুখ।