
ঢাকা: শেষ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না ওপেনার মাহমুদুল হাসান জয়ের সার্ভিস। আঙ্গুলের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন এই ব্যাটসম্যান। তার বদলে ডাক পড়তে পারে ফজলে মাহমুদ বা মোহাম্মদ নাঈম শেখের।
সিরিজের প্রথম ম্যাচ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানি থেকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় বাগিয়ে স্বাগতিকদের ক্লিন সুইপ করে পঞ্চম স্থান আরও পোক্ত করার মিশনে রোববার মাঠে নামছে বাংলাদেশ।
ক্রাইস্টচার্চের বিখ্যাত হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি।
পেইসারদের স্বর্গ হিসেবে পরিচিত হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের পছন্দের উইকেটে বাংলাদেশকে হারিয়ে খুইয়ে ফেলা স্থান ফিরে পেতে মুখিয়ে।
এই ম্যাচে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ টস। রেকর্ড পরে ব্যাট করাদের পক্ষে।
এই মাঠে হওয়া ৮ টেস্টের পাঁচটিতেই জয় পেয়েছে আগে বোলিং করা দল। একটি ম্যাচ হয়েছে ড্র।
ক্রাইস্টচার্চের আবহাওয়া পূর্বাভাস বলছে অন্য কথা। বলা হয়েছে, শেষ দুইদিন বৃষ্টির সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে তিন দিন টিকে থাকতে পারলে, ১-০ তে সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
শেষ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না ওপেনার মাহমুদুল হাসান জয়ের সার্ভিস। আঙ্গুলের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন এই ব্যাটসম্যান। তার বদলে ডাক পড়তে পারে ফজলে মাহমুদ বা মোহাম্মদ নাঈম শেখের।
পাশাপাশি শরিফুলকে বিশ্রাম দিয়ে তার জায়গায় দেখা যেতে পারে আবু জায়েদ রাহীকে।
এক পরিবর্তন আসতে পারে নিউজিল্যান্ড শিবিরেও। ট্রেন্ট বোল্ট অথবা টিম সাউদির যেকোন একজনকে দেয় হতে পারে বিশ্রাম।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, ফজলে মাহমুদ/নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: টম লাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্ল্যান্ডেল, ডেরিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।