ঢাকা উত্তর ও দক্ষিণে সিপিবির নতুন কমিটি

Saturday, January 8th, 2022

ঢাকা: সম্মেলনের মধ্য দিয়ে গঠিত দুই কমিটিতে উত্তরে সাজেদুল হক রুবেল সভাপতি ও লুনা নূর সাধারণ সম্পাদক এবং দক্ষিণে শামসুজ্জামান হীরা সভাপতি ও জলি তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে গঠিত এ দুই কমিটিতে উত্তরে সাজেদুল হক রুবেল সভাপতি ও লুনা নূর সাধারণ সম্পাদক এবং দক্ষিণে শামসুজ্জামান হীরা সভাপতি ও জলি তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির পাঠানো পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

পল্টনে মুক্তি ভবনে শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘জনগণের ভোট ও ভাতের সংগ্রাম থামাতে সরকার মানুষের কণ্ঠস্বর রোধ করছে, নিপীড়নের স্টিমরোলার চালিয়ে তাদের দমনের চেষ্টা করছে। দেশে চলছে ফ্যাসিস্ট দুঃশাসন। এই দুঃশাসন হটাতে হবে, ব্যবস্থা বদলাতে হবে, জোট-মহাজোটের বাইরে বিকল্প শক্তি প্রতিষ্ঠা করতে হবে। আর এই কাজে কমিউনিস্ট পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পার্টিকে সে জন্য প্রস্তুতি নিতে হবে।’

একই দিনে মহাখালী পার্টি সেন্টার মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘পাকিস্তানের ২২ পরিবারের জায়গায় আজ ৯৪ হাজার লুটেরা পুঁজিপতি সৃষ্টি হয়েছে। দেশে গণতন্ত্রহীনতা, গুম-খুন আর লুটপাটের রাজত্ব তৈরি হয়েছে। আমরা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুক্ত করেছিলাম, তা ভূলুণ্ঠিত করা হয়েছে বারবার। বর্তমান আওয়ামী শাসকশ্রেণি দেশকে চরম অগণতান্ত্রিক ও স্বৈরাচারী ধারায় পরিচালিত করছে। দেশটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব কমিউনিস্ট পার্টিকে নিতে হবে। সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনের বিকল্প নেই।’