
ঢাকা: একটি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
রোববার (৯ জানুয়ারি) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বর্গীয় আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, কৌশল ও দেশপ্রেমের কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সে জন্য একটা দল চায় তাকে মেরে ফেলতে। তার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় গিয়ে দেশটাকে আবার জঙ্গিবাদের আস্তানা বানাতে চায় তারা।
এমএ মান্নান বলেন, দেশটাকে আবার লুটপাট করে খেতে এবং দেশের উন্নতিতে ব্যাঘাত ঘটাতে চাইছে তারা। কিন্তু আমরা তা কখনও হতে দেব না। দেশের জনগণ এখন বুঝে গেছে, শেখ হাসিনা সরকার দেশকে কত উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। সারাবিশ্বে তার কাজের প্রশংসা হচ্ছে। বিগত বছর গুলোতে উন্নয়নের কথা বলতে গেলে শেখ হাসিনার কথা বলতে হবে।
মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কোনো সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নেই। এ অঞ্চলে সরকারি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব।
সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৭৫ জন প্রথমস্থান অধিকারী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
এ সময় আর্থিক অনুদানের সঙ্গে শিক্ষার্থীদের হাতে মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।