টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

Sunday, January 9th, 2022

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে হাতের চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান দলের তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।

তার জায়গায় খেলছেন বা-হাতি ওপেনার নাঈম শেখের। এতেই টেস্টে ১০০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তার।

এদিকে ক্রাইস্টচার্চে টেস্ট শুরুর আগ মুহূর্তে মুশফিকের কুঁচকির চোট একাদশে পরিবর্তনের সংখ্যাটাও বাড়িয়েছে। বাধ্য হয়েই তাই একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সফরকারীরা। মুশফিকের জায়গায় খেলবেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

এতে প্রায় ১৬ বছর পর পঞ্চপাণ্ডবের কোনো সদস্যকে ছাড়া টেস্ট খেলতে হচ্ছে বাংলাদেশকে। সর্বশেষ ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া টেস্টে পঞ্চপাণ্ডবের কোনো সদস্যকে ছাড়াই টেস্ট খেলতে দেখা গিয়েছিল বাংলাদেশ দলকে।

প্রথম টেস্টে পাওয়া কিউইদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মুমিনুলরা। যার ফলে এ ম্যাচে ইতিহাস গড়ে সিরিজ জয়ের হাতছানি থাকছে সফরকারীদের। জয় কিংবা অন্তত ড্র করতে পারলেই প্রথমবার কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার ইতিহাস করবে লাল-সবুজ বাহিনী।

একনজরে দুই দলের একাদশ

নিউজিল্যান্ড :
টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লানডেল (উইকেটরক্ষক), কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ :
সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী।