তৈমূর বন্য হাতিতে পরিণত হয়েছে: নানক

Sunday, January 9th, 2022

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও নাসিক নির্বাচনের সম্বনয়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চুলচেড়া বিশ্লেষণ করেই ড. সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ সিটি করেপোরেশনের মেয়র প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে। লক্ষাধিক ভোট বেশি পেয়ে আইভী নির্বাচিত হবেন। আর বিএনপির তালাক দেওয়া তৈমূর আলম খন্দকার ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি।

রবিবার (৯ জানুয়ারি) বিকেল নাসিক নির্বাচন উপলক্ষ্যে নাসিকের নগরের এক, দুই, তিন ও চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় আয়োজিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এপথসভায় আইভী বিরোধীদের উদ্দেশ্য করে নানক আরো বলেন, শেখ হাসিনাকে নেতা মানবেন, তার নির্দেশ মানবেননা এমন কেহ আওয়ামী লীগের নেতা হতে পারেনা।

বিএনপিকে উদ্দেশ্যে তিনি বলেন, তালাক দেওয়া তৈমূর আলমকে ভোট দিবেন না। তৈমূর আলম দাবি করেন, তিনি বিএনপি না-তাহলে আপনি কে? আপনি এখন বন্য হাতিতে পরিণত হয়েছেন।

ভোটারদের উদ্দেশ্যে নাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সম্বনয়ক নানক বলেন, জননেত্রী শেখ হাসিনা বড় আশা নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছেন। তাকে গত নির্বাচনে ৮৪ হাজার ভোটে নির্বাচিত করেছিলেন। এবার আমাদের বিশ্বাস, শেখ হাসিনাকে দেখিয়ে দিন লক্ষাধিক ভোটে বিজয়ী করে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সহ প্রমুখ।