বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন

Sunday, January 9th, 2022

তথ্যপ্রযুক্তি ডেস্ক: শাওমি দাবি করছে তারা বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন বাজারে এনেছে। শাওমি ১১আই হাইপার চার্জ নামের এই ফোনটিতে ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

শাওমির নতুন এই ফোন ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। উভয় ভার্সনের স্টোরেজ ১২৮জিবি।

ডিভাইসটিতে শক্তিশালী ক্যামেরাসহ অত্যাধুনিক ফিচার রয়েছে।

এর দাম এখনো জানা যায়নি।