শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

Sunday, January 9th, 2022

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়ার পর তিন বিচারপতি শপথ নিয়েছেন।

শপথ নেওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার তাদের শপথ বাক্য পাঠ করান।

আজই এ তিন বিচারপতিসহ চার বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

তাদের মধ্যে অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার শপথ পরে পাঠ করাবেন প্রধান বিচারপতি।