চট্টগ্রামে কারখানায় আগুন, দুই মরদেহ উদ্ধার

Monday, January 10th, 2022

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে একটি আসবাব তৈরির কারখানায় লাগা আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে কর্নেলহাট সিটি গেট এলাকার ‘পিটুপি ফার্নিচার’ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।

তিনি জানান, আজ বিকেল ৩টা ৫০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৩টি গাড়ি ৩টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি জানান, এখনো আগুন জ্বলছে। কারখানা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ আছে কি না আগুন নিয়ন্ত্রণে আসার পর বলা যাবে।