পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Monday, January 10th, 2022

পাবনা : পাবনার ঈশ্বরদীতে নসিমন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

রবিবার রাত ৮টায় ঈশ্বরদীর উপজেলার দিকশাইল নজির মেম্বারের ঢাল মসজিদের সামনে এ দুর্ঘাটনা ঘটে।

নিহত মো. বাবলু (২৫) নাটোর বড়াইগ্রামের মো. মোতালেবের ছেলে। অপর নিহত অটোরিকশা চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল বাদশা জানান, পাবনা থেকে আসা সিনএজি অটোরিকশাটির সঙ্গে বিপরীত থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সিএনজি অটোরিকশায় থাকা এক যাত্রী ও চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরও ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।