
জাহিন সিংহ, সাভার থেকে : সাভারে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুস্থদের হাতে একটি করে কম্বল তুলে দেন ঢাকা ব্যাটালিয়ন-৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস হাসান টিটো।
সোমবার সকালে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ছয়শত অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতের কম্বল পেয়ে জুলেখা বেগম বলেন, ‘শীতে গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছিলাম। হঠাৎ কাউন্সিলর রমজান আমাকে বলল বিজিবি কম্বল দিবে। খবর শুনেই আমি এখানে একটি কম্বল পেয়ে অনেক খুশি।’
সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর রমজান আহমেদ বলেন, বিজিবির এমন উদ্যোগ শীতার্তদের জন্য অনেক উপকারে আসবে। সমাজের বিত্তবানদের এই শীতে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ঢাকা ব্যাটালিয়নের-৫ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস হাসান টিটো বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগ বা কঠিন সময়ে বিজিবি মানুষের জন্য কাজ করে থাকে। তার অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। যাদের গরম কাপড় কেনার সামর্থ নেই তাদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। শীতকালীন সময়ে এই কর্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে সাভারের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ঢাকা ব্যাটালিয়ান-৫ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।