অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন জোকোভিচ

Tuesday, January 11th, 2022

স্পোর্টস ডেস্ক : নোভাক জোকোভিচের ভিসা বাতিল করার যে সিদ্ধান্ত অস্ট্রেলীয় সরকার নিয়েছিল, সেটি ‘অযৌক্তিক’। সোমবার দেশটির একটি আদালত জানিয়ে দেয়, সার্বিয়ান তারকার ভিসা বাতিল করা যাবে না। তাই অস্ট্রেলিয়া ওপেন থেকে তাকে বহিষ্কার করা যাবে না। এ কারণেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন সার্বিয়ান এ তারকা। সোমবার দেশটির একটি আদালত এ রায়ই দিয়েছে।

করোনার দুই ডোজ টিকা না নিয়ে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে নামলে জোকোভিচকে আটক করা হয়। অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণের উদ্দেশ্যেই মেলবোর্নে পা রেখেছিলেন ৩৪ বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকা। কয়েক দিন ধরেই মেলবোর্নের একটি কোয়ারেন্টিন কেন্দ্রে আটক ছিলেন জোকোভিচ। তার পক্ষ থেকে দাবি করা হয়, মেলবোর্নে তিনি এসেছিলেন স্বাধীন মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়েই। সেই ছাড়পত্র দেখেই অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের আয়োজক সংস্থা টেনিস অস্ট্রেলিয়া তাকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি দিয়েছিল। সেই ছাড়পত্রের ভিত্তিতেই ভিক্টোরিয়া রাজ্য সরকার তাদের রাজ্যে জোকোভিচকে প্রবেশের অনুমতি দিয়েছিল।

অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী,করোনাকালিন সময়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে হলে প্রত্যেক বিদেশি নাগরিকের করোনার দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। জোকোভিচ বরাবরই করোনার টিকা না নেওয়ার ব্যাপারে সংকল্পবদ্ধ। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করার অনুমতি দেওয়ার পর থেকেই দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে, টেনিস অস্ট্রেলিয়া কিসের ভিত্তিতে তাকে এ টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এরপর সোজা জানিয়ে দেন, জোকোভিচ যত বড় টেনিস খেলোয়াড় কিংবা তারকাই হোন না কেন, তাঁকে অস্ট্রেলিয়ার আইন মানতে হবে। এরপর গত বৃহস্পতিবার মেলবোর্ন বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে ভিসা বাতিল করে তাকে পাঠানো হয় একটি কোয়ারেন্টিন কেন্দ্রে। জোকোভিচের সঙ্গে এই আচরণে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় গোটা দুনিয়ায়।

আটক থাকা অবস্থাতেই অভিবাসন আদালতে নিজের আইনজীবীর মাধ্যমে ভিসা বাতিল ও তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে আবেদন করেন জোকোভিচ। তার আইনজীবীরা জানান, গত ১৬ ডিসেম্বর জোকোভিচ করোনা পজিটিভ হন। এরপর যেহেতু ১৪ দিন অনেক আগেই কেটে গেছে, তাই তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে কোনো বাধা নেই।

এদিন ফেডারেল সার্কিট কোর্টের বিচারক ২০টি গ্র্যান্ড স্লামের মালিক জকোভিচকে মুক্তি দেওয়া ও তার পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য অস্ট্রেলীয় সরকারকে নির্দেশ দিয়েছেন। সার্বিয়ান তারকার যাবতীয় খরচ বহনেরও নির্দেশ দিয়েছেন তিনি।