
আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানে গত সপ্তাহে শুরু হওয়া সহিংসকর পরিস্থিতিকে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ।
বিবিসি জানায়, তোকায়েভ অভিযোগ করেছেন সাবেক সোভিয়েত রাজ্যের মিলিটারি এলায়েন্সের নেতারা একত্রিত হয়ে এ ধরনের তৎপরতা চালিয়েছেন। তবে তিনি কোনো নাম উল্লেখ করেন নি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযোগকে সমর্থন করে বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসীরা কাজাখস্তানকে টার্গেট করেছে। তিনিও এ ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
রাশিয়া এই অঞ্চলে কোনো বিপ্লব সংগঠিত হতে দেবে না বলে হুঁশিয়ারি প্রদান করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট।
রাশিয়া এবং অন্যান্য দেশের সেনাদল দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করে কাজাখস্তানে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে।
গত সপ্তাহের রবিবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
কাজাখস্তানে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সহিংসকর পরিস্থিতি বিরাজ করছে। দেশটিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গড়ে ওঠা পরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। ফলে দেশব্যাপী বিপুল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
কাজাখস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে চলমান সহিংসকর পরিস্থিতিতে এখন পর্যন্ত ১৬৪ জন মারা গেছে।
এ ছাড়া কমপক্ষে ৮ হাজার মানুষকে আটক করার কথা জানিয়েছে কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।