
জাহিন সিংহ, সাভার থেকে : সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের গণপিটুনিতে আহত হন কারখানার দুই নিরাপত্তাকর্মী। মঙ্গলবার দুপুরে সাভারের উলাইল এলাকার প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিক রফিকুল বলেন, উলাইল এলাকার এইচআর টেক্সটাইল মিলস কারখায় তারা প্রায় ৩৫’শ শ্রমিক কাজ করেন। মঙ্গলবার সকাল থেকে কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাৎসরিক টাকা, বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসুচী পালন করেন। বাৎসরিক টাকা ও বেতন বৃদ্ধি না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা জানান, প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতনের টাকা কম দিয়ে প্রতারণা করে আসছে। নিরিহ শ্রমিকরা এ বিষয়ে এতদিন প্রতিবাদ না করলেও এখন একজোট হয়ে সবাই আন্দোলনে নেমেছেন।
এবিষয়ে জানতে চেয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।